ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি, সমস্যা হলে অন্য হাসপাতালে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি, সমস্যা হলে অন্য হাসপাতালে স্থানান্তর

ঢাকা: সিদ্দিক বাজার এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি আছে। সেখানে কোনো কারণে কোনো সমস্যা দেখা দিলে সিদ্দিক বাজারে হতাহতদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

হাসপাতালগুলো সেখানে প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হক উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে (ঢামেকে) প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী সময় ওয়ার্ডে, আইসিইউতে- যার যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি সিস্টেমে সব চিকিৎসক ও নার্সকে বার্তা পাঠানো হয়েছে। আমরা আশপাশের সব হাসপাতাল প্রস্তুত রেখেছি। ডাক্তাররাও রেডি আছেন। এখানে সমস্যা হলে বার্ন ইউনিটেও রোগী রাখতে পারবো।

আহতদের অবস্থা জানিয়ে জাহিদ মালেক বলেন, মাথায় আঘাত পেয়েছে বেশি। রক্তক্ষরণ হয়েছে। কিছু লোক পুরো থেঁতলে গেছে। বার্ন ইউনিটে ৭ জন ভর্তি আছে। দুয়েকজনের ৮০ ভাগ পুড়ে গেছে। অনেকে ক্লিনিকে চিকিৎসা নিয়ে এখন এখানে আসছে। সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধ যন্ত্রপাতির অভাব নেই।

এমন দুর্ঘটনার কথা মাথায় রেখে দেশবাসীকে সতর্ক থাকতেও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।