ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে এপ্রিলের ১ম সপ্তাহে বিশেষ অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে এপ্রিলের ১ম সপ্তাহে বিশেষ অধিবেশন

ঢাকা: জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে সংসদে বিশেষ অধিবেশন হবে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাতের সময় তিনি এ কথা জানান৷

এসময় তারা জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রম এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য এবং তা মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানা বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ অধিবেশনে প্রস্তাব সাধারণে সংসদ সদস্যরা আলোচনা করবেন।

মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে বলেন, জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি এক অসাধারণ অর্জন।  

তিনি এসময় সুবর্ণ জয়ন্তী ঘিরে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।