ফরিদপুর: ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় মাটি টানা ট্রলি বন্ধে বাধা দিয়েছেন গ্রামবাসী। এতে মাটি টানা ট্রলির চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া এলাকায় ট্রলিতে করে মাটি টানার সময় এ বাধা দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় থানা পুলিশের।
এব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এলাকায় কোনো ধরনের বিশৃংখলা সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে।
জানা যায়, বাইখির পশ্চিমপাড়া থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রলিতে করে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন গফফার মোল্যা নামের এক ব্যক্তি। ট্রলিতে করে মাটি নেওয়ার ফলে রাস্তার দুই পাশে ধুলাবালির কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। ট্রলির অবাধ চলাচলে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। সাথে ধুলাবালিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে রাস্তার দুই পাশের মানুষ ও পথচারীরা। যে কারণে এ ট্রলিকে চলতে দিতে নারাজ তারা।
সম্প্রতি উপজেলা প্রশাসনের কাছে মাটি কাটা বন্ধ করতে একটি লিখিত অভিযোগ দেন গ্রামবাসী। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
তাই বাধ্য হয়ে মাটি টানা ট্রলি চলাচলে এবার বাধা দিল গ্রামবাসী।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএএইচ