ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:২৮ পিএম, মার্চ ১০, ২০২৩
প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন অভিযুক্ত রাশেদ মিয়া (ইনসেটে) ও অনশনরত আদূরী আক্তার। ছবি- বাংলানিউজ।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক রাশেদ মিয়ার (২২) বাড়িতে অনশনে বসেছেন আদূরী আক্তার (১৮) নামে এক তরুণী।

শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামে এমন ঘটনা ঘটে।

অভিযুক্ত রাশেদ মিয়া ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।  

প্রতিবেশী আফরোজা বেগম জানান, প্রায় এক বছর ধরে মেয়েটির সঙ্গে রাশেদের প্রেমের সম্পর্ক। বিষয়টি গ্রামের প্রায় সবাই জানে। বর্তমানে তাদের সম্পর্কে ভাটা পড়ায় আদূরী আজ (১০ মার্চ) সকালে বিয়ের দাবি নিয়ে ওই বাড়িতে এসে অনশনে বসেছে।

অনশনরত আদূরী আক্তার বলেন, প্রতিবেশী রাশেদের সঙ্গে তার মোবাইল ফোনে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে-মধ্যেই দুজন দেখা করি। এক পর্যায়ে বিষয়টি শারীরিক সম্পর্কে গড়ায়। শুরু থেকে রাশেদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসলেও এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে।  

তাই নিরুপায় হয়ে বিয়ের দাবি নিয়ে অনশনে বসতে বাধ্য হয়েছেন বলে জানান এই তরুণী।

এদিকে অভিযুক্ত রাশেদের ভাই আলমগীর জানান, রাশেদ বাড়িতে নেই। তাদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. রানা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এনএস

বাংলাদেশ সময়: ৪:২৮ পিএম, মার্চ ১০, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।