ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিজলায় পুলিশের উপর জেলেদের হামলা, আহত ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
হিজলায় পুলিশের উপর জেলেদের হামলা, আহত ১৬

বরিশাল: ব‌রিশা‌লের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান প‌রিচালনার সময় পু‌লিশের উপর জেলেদের হামলায় নৌ পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড ফাঁকা গু‌লি নি‌ক্ষেপ করে পু‌লি‌শ।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মধ্যে সবুজ বয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

হিজলা নৌ পু‌লিশ ফাঁ‌ড়ির ডিউটি অফিসার এএসআই সাঈদ হোসেন জানান, হঠাৎ কোনোকিছু বুঝে ওঠার আগেই অভিযানের উপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়। এ ঘটনায় নৌ পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দে, কনেস্টাবল জাকা‌রিয়া ও নৌযানের মা‌ঝিসহ ১৫/১৬ জনের মতো আহত হয়েছে। এছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে নৌ পুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলা মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান প‌রিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশো জেলে অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা করে। হামলায় নৌ পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দে-সহ কয়েকজন আহত হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসা চলছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশের উপর হামলা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।