ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।  রোববার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুল শিক্ষক একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে এবং সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।  

রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা নামকস্থানে রেললাইন ক্রসিংয়ের সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মোটরসাইকেল আরোহী ওই শিক্ষকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ শিক্ষক ৩০ থেকে ৪০ ফুট দুরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষক মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।