ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতার মাদক কারবারি হলেন মো. আব্দুল্লাহ।
রোববার (১২ মার্চ) বিকেলে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১১ মার্চ) রাতে মতিঝিল থানার টিএটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এডিসি আব্দুল্লাহ আল মামুন জানান, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে মতিঝিল থানার টিএটি কলোনির ২ নম্বর গেইটের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানান, তিনি কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকেন।
এ বিষয়ে মতিঝিল থানায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসজেএ/এসআইএ