ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায়  আতোয়ার রহমান (৪৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন।

রোববার (১২ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার শাহ্ গরিবুল্লাহ্ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতোয়ার রহমান উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শাহ গরিবুল্লাহ্ মাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে যাত্রী ও চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আতোয়ার রহমান মারা যান।

হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।