ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানায়।
রোববার (১২ মার্চ) এক বার্তায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি যে, এটি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে অবদান রাখবে। একইসঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলের ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতির জন্য স্থিতিশীলতা বজায় ও দীর্ঘমেয়াদি টেকসই শান্তির পথ তৈরি করবে। বাংলাদেশ এই ইস্যুতে চীন, ইরাক ও ওমানের ভূমিকার প্রশংসা করে।
গত ১০ মার্চ বেইজিংয়ে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
টিআর/আরএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।