কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুর নিচ থেকে আজাদ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহের অংশ টেনে তুলেছে কয়েকটি কুকুর। পরে বালুচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খোকসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন আবাসন প্রকল্পের সীমানা প্রাচীরের মধ্যে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহদেহটি ভ্যানচালক আজাদের বলে শনাক্ত করেন নিহতের ছেলে রিপন হোসেন (১৯)।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েকটি কুকুর বালুর নিচ থেকে মরদেহের একটি অংশ তুলে ফেলে। এতে যার এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে আসতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রিপন হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার বাবা ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে তিনি খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবার মরদেহ শনাক্ত করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এসআই