ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মাইক্রোবাসে আগুন, দুই নারীসহ পুড়ে ছাই ৪ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ময়মনসিংহে মাইক্রোবাসে আগুন, দুই নারীসহ পুড়ে ছাই ৪ যাত্রী

ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পরে গিয়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে যান।

এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।  

রোববার (১২ মার্চ) দিনগত রাত দুইটার দিকে ত্রিশাল উপজেলার রাঙামাটি নামস্থানে এ ঘটনা ঘটে।  

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির ভেতর থেকে পুড়ে মারা যাওয়া চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী রয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রীর মাধ্যমে জানা যায়, তারা সবাই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।  

ওসি আরও বলেন, নিহতের মরদেহ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।