ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ৬ জেলে আটক, ৩ জনের দণ্ড, জাল-মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
কমলনগরে ৬ জেলে আটক, ৩ জনের দণ্ড, জাল-মাছ জব্দ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে কোস্টগার্ড এবং মৎস্য প্রশাসনের অভিযানে ৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় মাছ ধরার চারটি নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে তিনজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বয়স কম হওয়ায় তিনজনকে একটি নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।  

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস সোমবার (১৩ মার্চ) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সোমবার (১৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার বিভিন্ন মাছ ঘাট, মাছ বাজার ও খালে মৎস্য অধিদপ্তর, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় তিন লাখ টাকা মূল্যের একটি পাই জাল, ১৫০ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ৫টি এতিমখানা ও স্থানীয় দুস্থ মানুষের মাঝে বিতরণ এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, রোববার (১২ মার্চ) দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় যৌথ অভিযান চালিয়ে নৌকাসহ ৬ জেলে এবং মাছ ও জাল জব্দ করা হয়। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনের জরিমানা, মাছগুলো এতিমখানায় বিতরণ এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত তিনটি নৌকা কামাল মেম্বার জিম্মায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।