ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের নারীরা অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
বাংলাদেশের নারীরা অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে

ঢাকা: বাংলাদেশের নারীরা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আছেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।

এতেই বোঝা যায় দেশের নারীরা আগামীতে পুরুষের সমান ভূমিকা রাখতে পারবে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে বিসিএস উইমেন নেটওয়ার্ক আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।

বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিতত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ও বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ড. ফারহিনা আহমেদ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচকরা বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে দেশের সিভিল সার্ভিসের নারী কর্মকর্তারা স্ব-স্ব পদে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে সিভিল সার্ভিসের শীর্ষপদে আজ কাজ করছেন নারী কর্মকর্তারা। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রতিটি ক্যাডারের ভিন্ন ভিন্ন অ্যাসোসিয়েশন এবং ব্যাচভিত্তিক ফোরাম থাকলেও বিসিএস উইমেন নেটওয়ার্ক আজ এতোটাই সক্রিয় ও বেগবান যে প্রত্যেক ক্যাডারের এবং ব্যাচের নারী কর্মকর্তারা তাদের প্রথম এবং প্রধান ফোরাম মনে করে বিসিএস উইমেন নেটওয়ার্ককে। নেটওয়ার্কও সবার প্রত্যাশা পূরণে কয়েক ধাপ এগিয়ে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
টিএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।