নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ মার্চ) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা) ফারাশিদ বিন এনামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের উপ পরিচালক বাবু লাল বৈদ্য জানান, সোমবার ১৩ মার্চ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোট সাতটি নৌযান পরিদর্শনে ছয়টি নৌযানের বিরুদ্ধে জরিমানা বাবদ এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি নৌযানে কোনো ত্রুটি পাওয়া না গেলে সেটিকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমআরপি/এসআইএস