ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিত্যক্ত ঘরে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
পরিত্যক্ত ঘরে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড়

ফেনী: ফেনীতে ভারত সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে চোরাই পথে আসা অন্তত ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।  

মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম থেকে এসব অবৈধ কাপড় উদ্ধার করে বিজিবি।

 

বুধবার (১মার্চ) দুপুরের দিকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে পূর্ব মধুগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মধুগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯৫/৬-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পরিত্যক্ত ঘর থেকে ২ হাজার ৭৪৮ টি শাড়ি, ৮ টি লেহেঙ্গা এবং ৪৩ টি টুপি উদ্ধার করা হয়। যার আনুষ্ঠানিক মূল্য ২ কোটি ৮৭ হাজার ১৬০ টাকা।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরা কারবারিরা ভারত থেকে অবৈধ উপায়ে এসব কাপড় নিয়ে এসে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে থাকে। উদ্ধার হওয়া ভারতীয় কাপড়গুলো ফেনীর শুল্ক গুদামে জমা দেয়ার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।