ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুপার জানাজা পড়ে ফেরা হলো না শিক্ষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ফুপার জানাজা পড়ে ফেরা হলো না শিক্ষকের

বরগুনা: ফুপার জানাজা পড়ে বাসায় ফেরা হলো না আ. ছত্তার (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের। একটি তেলবাহী ট্যাংক লরির চাপায় প্রাণ হারান তিনি।

 

বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাও. আ. ছত্তার বরগুনা সদর উপজেলার বড়োমিয়া হাটখোলা এলাকার আ. লতিফের ছেলে। তিনি চুড়ামন আলহাজ্ব আদম আলী দাখিল মাদরাসার সহ-সুপার ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, আপন ফুপার মৃত্যুর খবর শুনে বরগুনায় তার গ্রামে এসে জানাজা পড়ে দাফন সম্পন্ন করেন মাও. আ. ছত্তার। পরে বরিশালে নিজের ভাড়া বাসার উদ্দেশে সড়কপথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে তেলবাহী ট্যাংক লরি ও চালককে আটক করা হয়েছে। লরির চালক বরিশাল এলাকার শামসু সরদারের ছেলে মো. নাঈম।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।