ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘ডেডলাইন দিয়ে বাঁধের কাজ করা সম্ভব নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, মার্চ ১৫, ২০২৩
‘ডেডলাইন দিয়ে বাঁধের কাজ করা সম্ভব নয়’

সিলেট: ডেডলাইন দিয়ে বাঁধের কাজ শুরু ও শেষ (সম্পন্ন) করা সম্ভব নয় মন্তব্য করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নির্ধারিত সময়ে ও প্রাকৃতিক কারণেও বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করা যায় না।

বুধবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালি বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শতভাগ কাজ শেষ হতে আরও কতদিন সময় লাগবে, সেটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সব থেকে বেশি সুনামগঞ্জ থেকে খাদ্য ফসল উৎপাদন হয়। সেজন্য হাওরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। সে প্রকল্প আমরা হাতে নিয়েছি।

মন্ত্রী বলেন,পুরো বিশ্ব আজ অর্থনেতিক মন্দায় যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশও রেহাই পায়নি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখনও নতুন প্রকল্প পাশ হচ্ছে এবং বাংলাদেশের উন্নয়ন চলমান আছে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭৪৭, মার্চ ১৫, ২০২৩।
আরএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।