ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আগ্নেয়াস্ত্র-মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
নওগাঁয় আগ্নেয়াস্ত্র-মাদকসহ আটক ১

নওগাঁ: নওগাঁয় দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মাসুদ করিম (২৫) নামে একজনকে আটক করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক মাসুদ করিম জেলার পত্নীতলা উপজেলার মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটক মাসুদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করতেন বলে গোপন তথ্যে র‌্যাবের কাছে খবর আসে। এরপর বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর একটি দল মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, মাসুদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।