ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
সাভারে প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন

সাভার (ঢাকা): ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে একটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে ভাকুর্তা এলাকার ওই কারখানাটিতে এ আগুন লাগে।

চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে দুইটি ইউনিট এসে কাজ শুরু করি। কারখানাটি প্লাস্টিকের রিসাইক্লিং হওয়ায় আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়। এছাড়া পানির স্বল্পপতার কারণে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কেরানিগঞ্জের দুইটি ইউনিট আমাদের সঙ্গে যুক্ত হয়। পরে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। আর কারখানাটির কোনো নাম নেই, চারপাশে দেয়াল তৈরি করে পুরাতন প্লাস্টিক সংগ্রহ করে রিসাইক্লিং করা হতো এখানে।

বাংলাদেশ সময়: ১৫৫৯  ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।