ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবার কাটা গাছের ডালে প্রাণ গেল ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বাবার কাটা গাছের ডালে প্রাণ গেল ছেলের

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাবার কাটা গাছের ডাল পড়ে রহমত আলী নামে দুই বছর বয়সী সন্তান প্রাণ হারিয়েছে।  

শুক্রবার দুপুরে (১৭ মার্চ) উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মানবিক কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বাড়ির উঠানের একটি নিম গাছ কাটেন জাহেনুর আলী। সেটি ঘরের টিনের উপর পড়ে। ডালটি দড়ি বেঁধে নামানোর সময় দুয়ারে খেলা করছিল শিশু রহমত আলী। আওয়াজ শুনে কৌতুহলে সে বাইরে বেরিয়ে আসে। এসময় গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয় রহমত। দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলে। পথে মারা যায় রহমত।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।