ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে পানি সেচ পাম্পের বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দুই সন্তানের জনক।

 

শুক্রবার (১৭) মার্চ দুপুর ২টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. রিয়াজ খান (৩২) ওই গ্রামের আলতাফ খানের ছেলে। রিয়াজ ঠিকাদারী করতো।

রিয়াজ খানের ফুফাতো ভাই আতাউর রহমান রোমান বলেন, বৈদ্যুতিক পাম্প দিয়ে বাড়ির পুকুর সেচ দিয়ে মাছ ধরে। পরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে পাম্প খুলতে যায়। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

রোমান আরো জানান, পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করা হবে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।