ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৃ্ত্যুর কয়েক ঘণ্টা পর সরকারি নিয়মে ‘মৃত’ ঘোষণা ঢামেকে! 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
মৃ্ত্যুর কয়েক ঘণ্টা পর সরকারি নিয়মে ‘মৃত’ ঘোষণা ঢামেকে! 

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিপরীতে সরকারি অ্যাম্বুলেন্স রাখার ছাউনির নিচে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। মরদেহ এতটাই শক্ত ছিল যে উদ্ধারকারী পুলিশ সদস্যরা বলছে, দেখে মনে হচ্ছে কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৮ মার্চ) মরদেহ উদ্ধার করে সরকারি নিয়ম অনুযায়ী একটি টিকিট কেটে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে ৩টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জরুরি বিভাগের বিপরীতে সরকারি অ্যাম্বুলেন্স রাখার স্থানে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পড়েছিল। পরে সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালের লোকজনদের নিয়ে জরুরি বিভাগ থেকে একটি টিকিট কাটা হয়। পরে হাসপাতারের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিহতের বয়স হবে আনুমানিক ৫০ বছর। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন। তবে তার দেহটা দেখে মনে করা হচ্ছে কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে। কারণ মরদেহ অনেক শক্ত হয়েছিল।

ঢামেক হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, যেখানে মরদেহটি পড়েছিল সেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। হাসপাতালে লোকজন সবসময় সেখানে ব্যস্ততম সময় পার করে। অথচ এটি একটি জাতীয় হাসপাতাল বেশির ভাগ দরিদ্রদের আস্থার পথিক। সেখানেই মরে শক্ত হয়েছিল এ মরদেহ।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।