ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের চাকা বিস্ফোরণে হেলপারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
ট্রাকের চাকা বিস্ফোরণে হেলপারের মৃত্যু ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটে বালু বোঝাই ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে কাওসার আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন চালক দুলাল মিয়া (২৫)।  

শনিবার (১৮ মার্চ) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সেনেরবাজার (কটালপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার সিলেটের জৈন্তাপুর উপজেলার ধলাইপাড়ার মাহমুদ হোসেনের ছেলে। আহত দুলাল মিয়া একই ধলাইপাড়া কালা মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি বালি বোঝাই ট্রাক ফেঞ্চুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ট্রাকটির চাকা পাংচার হয়ে যায়। তখন চালক ও সহকারী চাকা সারানোর চেষ্টা করতে গেলে দুই চাকার একটি বিস্ফোরিত হয়ে হেলপার ছিটকে গিয়ে পড়েন। দুর্ঘটনায় চালক ও হেলপার উভয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেলপার কাওসার মারা যান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।