ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাস ক্ষেতে মিলল কিশোরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
ঘাস ক্ষেতে মিলল কিশোরের মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার সদরে নেপিয়ার ঘাসর ক্ষেত থেকে জিসান মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে রাজা মিয়ার ঘাস ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিসান মিয়া সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর-মীরপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে রাজা মিয়া তার ঘাস ক্ষেতে যান। এসময় তিনি ক্ষেতে মধ্যে জিসানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।