ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বগুড়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত 

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাহেরুল ইসলাম (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।  

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরুল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রের জানা যায়, তাহেরুলের সঙ্গে প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে এ নিয়ে তার সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের কথা কাটাকাটি শুরু হয় ৷ একপর্যায়ে তারা কয়েকজন মিলে তাহেরুলের ওপর হামলা করে। এসময় তারা তাহেরুলের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, ঘটনার পর পরই হামলায় জড়িতরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে ৷

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।