ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাদার সঙ্গে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
দাদার সঙ্গে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় দাদার সঙ্গে চা পান করতে গিয়ে ইলেকট্রিক কেটলি থেকে বিদ্যুৎস্পর্শে আবদুল্লাহ শেখ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউবাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

আবদুল্লাহ বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেলিম শেখের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাহ তার দাদা জুনাব শেখের সঙ্গে স্থানীয় বউবাজারে আরশাদুলের দোকানে চা পান করতে যায়। ওই দোকানে বিদ্যুতের মাধ্যমে জগে করে চায়ের পানি গরম করা হয়। জগটি রাখা ছিল স্টিলের একটি ট্রের ওপর। আবদুল্লাহ হঠাৎ করে ওই ট্রেটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ট্রে ধরে দাঁড়িয়ে থাকে। প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেনি। কিছুক্ষণ পর যখন সে পড়ে যাওয়ার উপক্রম হয় তখন দোকানের মালিক বিষয়টি বুঝতে পেরে জগের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তাৎক্ষণিকভাবে আবদুল্লাহকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমান আলী সরদার জানান, ওই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।