ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

টেকনাফে কৃষককে অপহরণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, মার্চ ১৯, ২০২৩
টেকনাফে কৃষককে অপহরণের অভিযোগ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ক্ষেতে কাজ করার সময় এক কৃষককে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগ উঠেছে।  

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দ জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়ায় নিজের ক্ষেতে কাজ করতে যান স্থানীয় কৃষক মোহাম্মদ ছৈয়দ। এক পর্যায়ে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মুক্তিপণের দাবিতে কৃষক মোহাম্মদ ছৈয়দকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় এ ইউপি চেয়ারম্যান বলেন, রাতে তিনি কক্সবাজার শহরে অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি শোনার পর তিনি হ্নীলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন জানান, সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৯,২০২৩
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।