ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
মিরপুরে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে বাবু (৩০) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মনির হোসেন ও সাইদ হোসেন জানান, ১০তলা ভবনের সপ্তম তলায় প্লাস্টারের কাজ করছিলেন তারা। হঠাৎ অসুস্থ হয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান বাবু। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপা এরশাদ হোসেন জানান, তাদের বাড়ি সোনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। বাবুর বাবার নাম মনোয়ার ইসলাম। তিনদিন আগে কাজের জন্য ঢাকায় এসেছিল বাবু।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।