ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় তিন ফামের্সিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
সাটুরিয়ায় তিন ফামের্সিকে জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ওষুধ রাখার ফ্রিজে মাছ-মাংস রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে তিন ফামের্সিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে সাটুরিয়া উপজেলায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার সাটুরিয়া বাজারে বসাক স্টোর, কালাম অ্যান্ড ব্রাদার্স, আদর্শ পূর্ণ চন্দ্র ফার্মেসি।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ওষুধ রাখার ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে বসাক স্টোরকে পাঁচ হাজার, কালাম অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার ও আদর্শ পূর্ণ চন্দ্র ফার্মেসিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অভিযানে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, জেলা ক্যাব, ব্যবসায়ী নেতা ও ৩৬ আনসার সদস্য।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।