ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে ১৩ স্বর্ণের বারসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
শার্শা সীমান্তে ১৩ স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল (যশোর): শার্শা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৫৬৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ কামরুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামরুল ইসলাম গোগা ইউনিয়নের বাসিন্দা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, ভারতে পাচারের জন্য গোগা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে গোগা সীমান্তের জব্বারের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এক ব্যক্তির গতি রোধ করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৫৬৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা। আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।