ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ২০ লিটার চোলাইমদসহ কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
সুন্দরগঞ্জে ২০ লিটার চোলাইমদসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ২০ লিটার চোলাইমদসহ জাদুলাল বাবু জয় (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।

গ্রেফতার জাদুলাল উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত হীরা লালের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের জাদুলালের নিজ ঘরের খাটের নিচ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পাশাপাশি জাদুলালকে গ্রেফতার করা হয়।

ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার জাদুলালকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।