ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘৪৭ ও ৭১‘র মতো ২৪-এর অভ্যুত্থান সাংবিধানিক হিসেবে দলিল আকারে থাকতে হবে'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, জানুয়ারি ১১, ২০২৫
‘৪৭ ও ৭১‘র মতো ২৪-এর অভ্যুত্থান সাংবিধানিক হিসেবে দলিল আকারে থাকতে হবে'

মাদারীপুর: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মো. রাকিব হাসান বলেছেন, ১৯৪৭ ও ৭১ সালের মতো ২৪-এ যে গণঅভ্যুত্থান হয়েছে তা সাংবিধানিক হিসেবে দলিল আকারে থাকবে।  

এই ২৪ এর অভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষ শহীদ হয়েছে।

২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এটি যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে, তাহলে ৬ মাস বা এক বছর পরে মানুষ ভুলে যাবে কেন এই অভ্যুত্থান হয়েছিল।

শনিবার (১১ জানুয়ারি) সকালে মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরও বলেন, আমরা চাই ২৪-এর অভ্যুত্থান সারাজীবন বাংলাদেশের বুকে থাকুক, ৪৭ ও ৭১-এর মতো। মানুষ যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, প্রত্যেকটা ন্যায়সংগত দাবি পূরণ হোক। আমরা চাই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সব ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, এজন্য সবাই আমরা একত্রিত হয়েছি। '

তিনি বলেন,'আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, লিফলেট বিতরণও করছি। তাদের কাছে শুনতে চাই তারা আগামীর বাংলাদেশ কেমন চায়। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি উপস্থাপন করা হবে। ' 

এ সময় মাদারীপুর জেলার শিবচর উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, মো. শাকিল খান, মহিউদ্দিন মাতুব্বর, রাজু আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।