ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার আর নেই

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক শামীম শিকদার মারা গেছেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কিউরেটর অব শামীম শিকদার স্কাল্পচার পার্কের ইনচার্জ ইমরান হোসেন।

তিনি জানান, ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৪টায় শামীম শিকদার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইমরান বলেন, তার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। ঢাবির চারুকলা অনুষদে জয়নুল আবেদিনের ভাস্কর্যটি তিনি নতুন করে করতে চেয়েছিলেন।

শামীম শিকদারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুয়ের্নিকা ভাস্কর্যও নতুন করে করার পরিকল্পনা ছিল বলে উল্লেখ করেন ইমরান। তবে সে কাজে তিনি বেশি দূর আগাতে পারেননি।

ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম শিকদার ১৯৯০ সালে টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এবং ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ নির্মাণ করেন।

এর আগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন।

শামীম সিকদারের মরদেহ ইউনাইটেড হাসপাতালে আজ রাতে থাকবে। সেখান থেকে বুধবার সকাল ১১টায় চারুকলায় নেওয়া হবে। এরপর শহীদ মিনারে। পরে মোহাম্মদপুরে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। এটা প্রাথমিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন শামীম সিকদার ভাস্কর্য পার্কের ইনচার্জ ইমরান।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।