ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পাঁচ লক্ষাধিক টাকার মাদক জব্দ, আটক ৫ কারবারি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
মানিকগঞ্জে পাঁচ লক্ষাধিক টাকার মাদক জব্দ, আটক ৫ কারবারি 

মানিকগঞ্জ: মানিকগঞ্জে মাদকবিরোধী দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ গ্রাম হেরোইনসহ পাঁচ কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

বুধবার (২২ মার্চ) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন- সদর উপজেলার চর বারইল এলাকার মৃত হারুন উর রশীদের ছেলে মো. ফারুক হোসেন (৪১), আমজাদ হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২২), মোহাম্মদ আলীর ছেলে তারিকুল ইসলাম (৩০), ঘিওর উপজেলার বিলনালাই এলাকার মৃত রমেশ খন্দকারের ছেলে ইকবাল হোসেন (৪০), খাগড়িহাটা এলাকার সহিমুদ্দিনের ছেলে রাজিব মিয়া (২৭)।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন বলেন, আটক পাঁচজন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে গাঁজা, হেরোইন বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদকদ্রব্যসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ বাহাত্তর হাজার টাকা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।