ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুটি চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ফতুল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুটি চালকের

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ট্রাক চাপায় সাইফুল ইসলাম শিমুল (২২) নামে স্কুটি চালক নিহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকের চালককে আটক করে পুলিশে দেয়।

নিহত সাইফুল ইসলাম শিমুল বন্দর উপজেলার এলএনজি রোডের ফারুক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুল ইসলাম শিমুল একটি ওয়ান টেষ্ট স্কুটি চালিয়ে ঢাকার দিক থেকে নারায়ণগঞ্জে আসার পথে দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা মেট্রো-উ ১১-৪৮৮৭ নাম্বারের ট্রাক সামনে থেকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন চালক বজলু মিয়াসহ ট্রাকটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় শিমুলকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।  

এ বিষয়ে মামলা হবে বলেও জানান ওসি মোহাম্মদ রিজাউল হক।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।