ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল ২ স্কুল শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, মার্চ ২২, ২০২৩
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল ২ স্কুল শিক্ষার্থীর নিহত এক স্কুল শিক্ষার্থী। ছবি- বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নবম শ্রেণির এক শিক্ষার্থীর হাতে প্রাণ হারালো দশম শ্রেণির দুই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে অপর এক শিক্ষার্থী।

বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলো- ওই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও মারুফ।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, দুই দিন আগে পায়ে পা লাগাকে কেন্দ্র করে ইন্দ্রকুল স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। এর জেরে আজ (২২ মার্চ) স্কুল ছুটির পর সংলগ্ন ব্রীজের কাছে ৯ম শ্রেণির শিক্ষার্থী রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন অপেক্ষায় থাকে।

এসময় ১০ম শ্রেণির মারুফ, সিয়াম এবং নাফিস সেখান দিয়ে যাওয়ার পথে তাদের ওপর আক্রমণ এবং ছুরিকাঘাত করা হয়। এতে ওই তিনজন গুরুতর আহত হয়।

পুলিশ সুপার আরও বলেন, এদের মধ্যে মারুফ এবং সিয়ামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।  

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।