ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় বাস ৩০ ফুট দূরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ট্রেনের ধাক্কায় বাস ৩০ ফুট দূরে

ঢাকা: রাজধানীর মালিবাগ লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন সোহাগ পরিবহনকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়। পুলিশ বলছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তবে রেললাইনে বাস ও ট্রেন উভয় থেমে আছে। পাশের রেল লাইনও বন্ধ আছে প্রাথমিকভাবে।

বুধবার (২২ মার্চ) রাত ১০টার  দিকে ঘটনাস্থল থেকে শাহজাহানপুর থানার (ওসি) মনির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মালিবাগ লেভেলক্রসিং অতিক্রম করার সময় সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়। তবে এখনো রেল লাইনের উপরে বাস ও ট্রেনটি থেমে আছে। পাশের রেললাইনেও ট্রেন চলাচল বন্ধ আছে আপাতত।

এদিকে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি মালিবাগ লেভেলক্রসিং এলাকায় একটু দুর্ঘটনায় পতিত হয়।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এজেডএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।