ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এবার গণভবনে ইফতার পার্টি করবেন না প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এবার গণভবনে ইফতার পার্টি করবেন না প্রধানমন্ত্রী

ঢাকা: বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ী নীতি অবলম্বন করে এবার গণভবনে ইফতার পার্টি করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ কথা জানান।

তুষার বলেন, প্রধানমন্ত্রী এবার গণভবনে আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতার সাদামাটা। ব্যক্তিগত ইফতারে তিনি কৃচ্ছ্রতা সাধন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন।

বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে প্রায় ২৫ কোটি টাকার মতো সাশ্রয় করেছে বলে জানান তুষার।

বিগত বছরগুলোতে বিশেষ করে করোনা মহামারির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক, কূটনৈতিকসহ বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার পার্টি করতেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।