ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নদীতে ভাসছিল প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
নদীতে ভাসছিল প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের লাশ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিষখালী নদীতে ভাসছিল প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্ক শাখাওয়াত হোসেন ওরফে শুক্কুর খানের (৭৫) মরদেহ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত শাখাওয়াত হোসেন বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওয়কাঠি গ্রামের বাসিন্দা। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের হেডক্লার্ক ছিলেন।

রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বলেন, বিষখালী নদীর নাইয়া পাড়া এলাকা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাতে ইউপি সদস্য বলেন, বিকেলে বৃষ্টির পর তিনি ঘর থেকে বেরিয়ে মীরের হাটে আসেন। এরপর কি হয়েছে কেউ বলতে পারে না। পরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি কীভাবে নদীতে পড়েছেন সেই বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবুও মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএস/এসএএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।