ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাসচাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
টাঙ্গাইলে বাসচাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় ময়সের (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লিপি বেগম (৪২)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ময়সের সল্লা ইউনিয়নের মীহামজানি এলাকার বাসিন্দা ছিলেন। তার স্ত্রী আহত লিপি বেগম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল বাসে করে সল্লা বাসস্ট্যান্ডে নামেন স্বামী-স্ত্রী। পরে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের দ্রুত গতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ময়সের নিহত হন। আহত হন তার স্ত্রী লিপি বেগম। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। আর আহত লিপি বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।