ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজা এড়াতে নাম বদলে পোশাক কারখানায় কাজ করতেন ইয়াছিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
যাবজ্জীবন সাজা এড়াতে নাম বদলে পোশাক কারখানায় কাজ করতেন ইয়াছিন

নোয়াখালী: সেন্টু নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন মো. ইয়াছিন আরাফাত (৩৭)। সাজা এড়াতে নাম বদলে পোশাক কারখানায় কর্মী হিসেবে কাজ করে আসছিলেন তিনি।

তবে তাতেও শেষ রক্ষা হয়নি, অবশেষে ধরা পড়েছেন র‌্যাবের হাতে।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি পোশাক কারখানা থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর গ্রামের মৃত মো. আক্তারুজ্জামানের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)-১১ এর নোয়াখালী কার্যালয় সূত্রে এত তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, ২০০৬ সালের আলোচিত সেন্টু হত্যা মামলার অন্যতম আসামি ইয়াছিন আরাফাত। হত্যাকাণ্ডের পর গ্রেফতার হয়ে আড়াই বছর কারাভোগ করেন। পরে জামিনে বেরিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াছিনকে আটক করে। তিনি নাম-পরিচয় গোপন করে ফতুল্লার একটি পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন তিনি।

বাংলাদেশ সময়:  ১১২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।