ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ফতুল্লায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে পঞ্চবটি মেথরখোলা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার তরুণকে আটক করেছে পুলিশ।  

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার (২৪ মার্চ) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

 

আটকরা হলো- ফতুল্লা মডেল থানার মুসলিম নগরের আব্দুল বাতেনের ছেলে মঞ্জু (২২), মাসদাইর গানতলী এলাকার আলী আহম্মেদের ছেলে শাওন (২৫), দেওভোগ এলাকায় মনির ওরফে মনা মিয়ার ছেলে মিঠু দেওয়ান (২৩) ও আলীগঞ্জ এলাকায় মোতাহার হোসেনেরে ছেলে শান্ত হোসেন (২৩)।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লা থানার পঞ্চবটী মেথরখোলা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পঞ্চবটী-মুন্সিগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির জন্য অপেক্ষা করছিল ডাকাতরা। স্থানীয়রা বিষয়টি টের পেয় ওই চার ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।