ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর তুরাগে মাদক কারবারিদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান আহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

তারা হলেন - আব্দুর রউফ (৪০), মো. রাজু (৩২) এবং মো. ফারুক মিয়া ওরফে টুলু (৪৫)

শনিবার (২৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

তিনি জানান, শুক্রবার (২৪ মার্চ) সংবাদ আসে ফুলবাড়ী টেকপাড়া এলাকার বিল্লাল হাজির বাড়ির ছাদে মাদক কারবারিরা অবস্থান করেছেন। এদিন ইফতারের পরে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান পুলিশ কর্মকর্তা শাহিনুর রহমান। সেখানে মাদক কারবারিরা তাকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়।

এর পরপরই পুলিশ অভিযানের চালিয়ে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

গ্রেফতারদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৩ সালে উত্তরায় ট্রিপল মার্ডার মামলার এজাহারনামীয় ১নং আসামি গ্রেফতার আব্দুর রউফ। আরেক আসামি মো. রাজুর (৩২) নামেও ৪টি মামলা আছে। রউফ ও রাজুসহ পলাতকরা সবাই পেশাদার মাদক কারবারি। তারা সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারি দরে মাদকদ্রব্য কিনে এনে তুরাগ থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।

পড়ুন >> মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা হাসপাতালে

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।