ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অপ্রাপ্তবয়স্ক বাইকার ঠেকাতে কঠোর প্রশাসন, ১৬ বাইক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
অপ্রাপ্তবয়স্ক বাইকার ঠেকাতে কঠোর প্রশাসন, ১৬ বাইক আটক

শরীয়তপুর: শরীয়তপুরে অপ্রাপ্তবয়স্ক বাইকার ঠেকাতে কঠোর জেলা ও উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ মার্চ) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

 

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে জেলা শহরে দুপুর থেকে প্রেমতলা এবং পালং উত্তর মাথা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় ১৬টি বাইক আটক করা হয়। এছাড়াও তিনজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে অপ্রাপ্তবয়স্ক বাইকার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অপ্রাপ্তবয়স্ক কোনো বাইককার রাস্তায় বাইক চালাতে পারবে না। হেলমেটবিহীন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন কোনো চালক গাড়ি চালাতে পারবে না।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।