চাঁদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’ এর পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনিসহ সর্বস্তরের জনগণ।
রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অঙ্গীকার এলাকায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এরপর জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ প্রশাসনের পক্ষে এসপি মো. মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
অঙ্গীকারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, সিআইডি চাঁদপুর জেলা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চাঁদপুর জিআরপি থানা, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, চাঁদপুর সিভিল সার্জন, চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, চাঁদপুর জেলা যুব মহিলা লীগ, যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর জেলা শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, বিএমএ চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুর, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁদপুর জেলা, সরকারি আইন কর্মকর্তা চাঁদপুর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখা, জেলা আনসার ও ভিডিপি, গণপূর্ত চাঁদপুর, চাঁদপুর জেলা ছাত্রলীগ, চাঁদপুর প্রেসক্লাব, এলজিইডি চাঁদপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর, বিআইডাব্লিউটিএ চাঁদপুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
আরএ