ঢাকা, মঙ্গলবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

জাতীয়

এবিজি লিমিটেডের সহযোগিতায় ৩ বীরাঙ্গনাকে সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এবিজি লিমিটেডের সহযোগিতায় ৩ বীরাঙ্গনাকে সংবর্ধনা

ঢাকা: এবিজি লিমিটেডের সহযোগিতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের তিন বীরাঙ্গনাকে সংবর্ধনা দিলো দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স অব বাংলাদেশ।

রোববার (২৬ মার্চ) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হলেন- মাগুরার লাইলি বেগম, রাজবাড়ীর নুরজাহান বেগম ও কুষ্টিয়ার দুলজান নেছা। এ অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কার জয়ী সাবেক ক্রিকেটার এ এস এম রকিবুল হাসানকেও সম্মাননা দেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার কথা থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় তিনি সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে ক্রেস্টের পাশাপাশি শুভেচ্ছা উপহার হিসেবে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে কালের কন্ঠ প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বীরঙ্গনা মা তোমাদের ত্যাগের কথা বাংলাদেশ ভুলবে না। তবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তোমাদের সংবর্ধনা দেওয়ার যথার্থ দিন। যতদিন বাংলাদেশ থাকবে তোমাদের কথা থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা থাকবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ গল্প নয়, বাঙালির জাতীয় অহঙ্কারের ঘটনা। যে অহঙ্কার জীবন দিয়ে রচনা করে গেছেন দেশের বীর মুক্তিযোদ্ধারা। পঞ্চাশ বছরেও সেই বীরত্বগাঁথা লেখা শেষ হবে না। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকে চমকে দেওয়ার মতো অগ্রগতি সাধন করেছে। যতদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে ততদিন বাংলাদেশকে কেউ দমাতে পারবে না।

এবিজি লিমিটেডের পৃষ্ঠকতায় বীরাঙ্গনাদের সংবর্ধনার প্রসঙ্গে তিনি বলেন, যেখানে ভালো কাজ আছে, যেখানে মহৎ কাজ আছে- সেখানে বসুন্ধরা রয়েছে। বসুন্ধরা ১৭৫০ জন গরীব ও মেধাবী ছাত্রকে লেখাপড়া দায়িত্ব নিয়েছে। করোনা মহামারির সময় খাদ্য সহযোগিতা নিয়ে মানুষের সঙ্গে থেকেছে। মুসল্লিদের নানা কাজে সহায়তায় সঙ্গে আছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।  

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধারাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ১৯৭১ সালে নির্যাতিত নারী মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গনা নামে অভিহিত না করে নির্যাতিত নারী বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করার আহ্বান জানান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গিকার একটি পরিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যেখানে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে সামনে রেখে দেশের জন্য কাজ করে যাবে। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ। ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদের স্বাধীনতা এসেছিল উল্লেখ করে তিনি বলেন, ১৭৫৭ সালে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাঙালি পরাধীন হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার মধ্য দিয়ে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়। লাখো মানুষের প্রাণ আর ত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা। পাকিস্তানি বর্বর হায়েনা দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছিল। সেই মা-বোনদের বঙ্গবন্ধু বীরঙ্গনা মা বীর মুক্তিযোদ্ধা বলে পরিচয় করে দিয়েছেলেন।  

‘মা, আপনাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আপনাদের সম্মানের মধ্যেই আমাদের স্বাধীন বাংলাদেশের মর্যাদা-সম্মান। ’ বলেন শ্যামল দত্ত।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। যে লক্ষ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য বাস্তবায়ন, এখনকার যুদ্ধ। এখনকার যুদ্ধ দুর্নীতি বিরুদ্ধে সমৃদ্ধ বাংলাদেশের প্রতিষ্ঠার।

সংবর্ধিত দুলজান নেছা বলেন, তোমরা সবাই আমার সন্তান। তোমরা সবাই ভালো থেকো, এই আমার আমার চাওয়া।  

দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করা নির্যাতিত নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স অব বাংলাদেশ সম্মানিত হয়েছে বলে উল্লেখ করেন সংগঠনটির চেয়ারম্যান আনোয়ার হোসেন লাবু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বিকেএমইএ-এর কার্যনির্বাহী সম্পাদক মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন, সঞ্চালনা করেন দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স অব বাংলাদেশ প্রধান সমুন্বয়ক সায়েম টিপু।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
জেডএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa