ঢাকা, মঙ্গলবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

জাতীয়

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে আমিজার রহমান (৬২) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

রোববার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে চিকনমাটি দোলা পাড়া এলাকায় ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে সেখানেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

 

ওই বৃদ্ধ উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কাউয়াতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে।

জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, ভারত থেকে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ও ডোমার স্টেশন পার হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন অভিমুখে যাত্রা করে। বিকেল ৩টার দিকে চিকনমাটি দোলাপাড়া এলাকায় মানষিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ কাটা পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

মৃতের নাতি জামিয়ার রহমান (২৪) বলেন, আমার দাদা আগে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সেইসঙ্গে হাঁস বিক্রি করতেন। বেশ কয়েকমাস যাবৎ আমার দাদা মানসিক ভারসাম্যহীনতার সমস্যায় ভুগছিল। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেতেন।

সৈয়দপুর জিআরপি থানার এসআই মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa