ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে ল্যাপটপ পেলেন প্রাথমিকের ১৯ শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
শায়েস্তাগঞ্জে ল্যাপটপ পেলেন প্রাথমিকের ১৯ শিক্ষক

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সরকারি ল্যাপটপ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য এ ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্ত আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া প্রমুখ।

পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ উপজেলায় ক্যানসার আক্রান্ত চারজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।