ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা বেগম (৪৩)। আহতরা হলেন- সাথী খাতুন, ভ্যানচালক করিম ও এক শিশু। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, সকালে ভ্যানে করে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশে ছাবদার আলী তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেন। পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকলের সামনে এলে পেছন দিকে থেকে আসা একটি মাছবোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা বেগম। এ সময় গুরুতর আহত অবস্থায় ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতি ও ভ্যানচালক করিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাবদার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩, আপডেট: ১১৩৮ ঘণ্টা
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।