ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৭ লাখ ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, মার্চ ২৮, ২০২৩
টেকনাফে ৭ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিন উপকূল থেকে ৭ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপকূলের প্রায় দেড় নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার থেকে আসা একটি কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করাকালে গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাই কোস্টগার্ড সদস্যররা নৌকাটিকে থামার সংকেত দেয়।

এসময় বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ডের সদস্যরাও নৌকাটিকে ধাওয়া করে। পরে ওই নৌকা হতে পলিথিনে মোড়ানো বাদামি রঙের ১০টি প্লাস্টিকের বস্তা থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দ করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।